Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ নভেম্বর ২০১৬

হাওর মহাপরিকল্পনা বাস্তবায়ন

 

হাওর মহাপরিকল্পনা বাস্তবায়ন

 

দেশের উত্তর পূর্বাঞ্চলের ৭টি হাওর জেলার জনগণের উন্নয়ন চাহিদার ভিত্তিতে “হাওর মহাপরিকল্পনা” প্রণীত হয়েছে । এ অঞ্চলের সম্ভাব্য সকল ক্ষেত্রে সমভাবে সমন্বিত টেকসই উন্নয়নের লক্ষ্যে ১৭টি উন্নয়ন ক্ষেত্রে ১৫৪টি প্রকল্প চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ সরকারের ১৬টি মন্ত্রণালয়ের ৩৮টি সরকারী এজেন্সী/বিভাগ উক্ত মহাপকিল্পনায় বর্ণিত প্রকল্পগুলো স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদে বাস্তবয়নে উদ্যোগ গ্রহণ করছে। উক্ত মহাপরিকল্পনার আলোকে ইতোমধ্যে বিভিন্ন সংস্থা নিম্নোক্ত ১৫টি প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করছে এবং আরও ১১ টি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। 

 

১। হাওর অঞ্চলের বন্যা ব্যাবস্থাপনা ও জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্প, (ঔওঈঅ অর্থায়নে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অংশ)। কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার ২৯ টি হাওরে বন্যা ব্যবস্থাপনা  ও কৃষিসহ বিভিন্ন ভাবে আয়বৃদ্ধি কার্যক্রমের মাধ্যমে জীবনমান উন্নয়ন এ প্রকল্পের উদ্দেশ্য। বাস্তবায়নকাল : ২০১৪-২০২২ প্রাক্কলিত ব্যয়: ৯৯৩৩৭.৭২ লক্ষ টাকাঅর্জন  ৫.৫০%।

 

২। হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্প

 বাস্তবায়নে : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড । ৫২ টি হাওরে আগাম বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামত করার ফলে ২,৮৯,৯১১ হে. জমির বোরো ফসল আগাম বন্যার কবল হতে রক্ষা পাবে।  প্রকল্পের মেয়াদ আরও ০২ বৎসর সময় বৃদ্ধির জন্য একনেক সভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। বাস্তবায়নকাল : ২০১১-২০১৬ । প্রাক্কলিত ব্যয়: ৭০৪০৭.৩৬ লক্ষ টাকাঅর্জন ১৭.৯০%।

 

৩. সিলেট বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প 

বাস্তবায়নে : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন।  সেচ কাজের জন্য খাল খনন, পাম্প স্থাপন, বিদ্যুৎ সংযোগ ইত্যাদি কাজ করা হচ্ছে। ১৪৩৭৫ হে. জমি সেচের আওতায় আসবে।  প্রাক্কলিত ব্যয়: ১৩৮০৫.৯০ লক্ষ টাকা । বাস্তবায়নকাল : ২০১৪-২০১৯, অর্জন ৩৩%।

 

৪. কিশোরগঞ্জ হাওর ক্ষুদ্র সেচ উন্নয়ন কর্মসূচী

বাস্তবায়নে : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন । সেচ কাজের জন্য খাল খনন, পাম্প স্থাপন, বিদ্যুৎ সংযোগ ইত্যাদি কাজ করা হয়েছে। প্রকল্প ব্যয়: ৪৫৩.৯৫ লক্ষ টাকা ।  বাস্তবায়নকাল :  ২০১২-২০১৫, সমাপ্ত (১০০%) ।

 

৫.  উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়ক উন্নয়ন (বাজিতপুর-অষ্টগ্রাম অংশ) প্রকল্প

বাস্তবায়নে : সড়ক ও জনপথ অধিদপ্তর । এ প্রকল্প বাস্তবায়নের ফলে অষ্টগ্রাম  উপজেলার সাথে কিশোরগঞ্জ জেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবেপ্রাক্কলিত ব্যয়: ১৩৪২১.৮৫ লক্ষ টাকা , বাস্তবায়নকাল :  ২০১১-২০১৬ অর্জন  ৮১.০০%।

 

৬. কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট-মিঠামইন সড়ক (চামড়াঘাট-মিঠামইন অংশ) সড়ক উন্নয়ন প্রকল্প

বাস্তবায়নে : সড়ক ও জনপথ অধিদপ্তর । এ প্রকল্প বাস্তবায়নের ফলে মিঠামইন  উপজেলার সাথে কিশোরগঞ্জ জেলার সড়ক যোগাযোগ স্থাপিত হবে। বাস্তবায়নকাল :  ২০১১-২০১৬ , প্রাক্কলিত ব্যয়:  ৮৯২০ লক্ষ টাকা, অর্জন ৭৮.০০%।

 

৭. ইটনা-বড়ইবাড়ী- চামড়াঘাট সড়ক উন্নয়ন প্রকল্প

বাস্তবায়নে : সড়ক ও জনপথ অধিদপ্তর । এ প্রকল্প বাস্তবায়নের ফলে ইটনা  উপজেলার সাথে কিশোরগঞ্জ জেলার সড়ক যোগাযোগ স্থাপিত হবে। বাস্তবায়নকাল :  ২০১১-২০১৬প্রাক্কলিত ব্যয়: ১০৮৬৭ লক্ষ  অর্জন ৭১.০০%।

৮. ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ প্রকল্প

বাস্তবায়নে : সড়ক ও জনপথ অধিদপ্তর । ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলার সাথে আন্ত সড়ক যোগাযোগ স্থাপিত হবে।  প্রাক্কলিত ব্যয়: ৪৩৮৩৪.৭৪ লক্ষ টাকা, বাস্তবায়নকাল :  ২০১৫-২০১৮, অর্জন ১৩.৬৯%।

 

৯. মদন-খালিয়াজুরি সাব-মার্জিবল সড়ক নির্মান এবং নেত্রকোনা-মদন-খালিয়াজুড়ি সড়কের ৩৭তম কিলোমিটারে বালাই নদীর উপর পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প

বাস্তবায়নে : সড়ক ও জনপথ অধিদপ্তর ; মদন ও খালিয়াজুরি উপজেলা দুইটি নেত্রকোনা জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ স্থাপিত হবে। বাস্তবায়নকাল :  ২০১৪-২০১৭। প্রাক্কলিত ব্যয়: ১০৪০১.৪৬ লক্ষ টাকা , অর্জন  ৩০.৮১%।

 

১০. হাওর অঞ্চলে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন

  বাস্তবায়নে : বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন । নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, কিশোরগঞ্জ জেলার ভৈরব ও সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়  মোট ৩টি মৎস্য অবতরনকেন্দ্র স্থাপন। বাস্তবায়নকাল :  ২০১৪-২০১৮, প্রাক্কলিত ব্যয়: ৬৪৪৩.০০ লক্ষ টাকাঅগ্রগতি ২৩%।

 

১১. Livelihood Improvement of Farming Community in Haor Area through System Approach Project বাস্তবায়নে : বাাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফসলের উন্নত ফার্মিং সিস্টেম অনুসরণে ফসলের নিবিড়তা বৃদ্ধি।  বাস্তবায়নকাল :  এপ্রিল ২০১০-জুন ২০১৪, প্রকল্প ব্যয়: ১৬৮.৪৬ লক্ষ টাকা সমাপ্ত (১০০%) ।

 

১২. Haor Infrastructure & Livelihood Improvement Project (HILIP)

 বাস্তবায়নে : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া ও নেত্রকোনা জেলার রাস্তা, ব্রীজ/কালভার্ট, বাজার উন্নয়ন, বিল উন্নয়ন, ঢেউয়ের কবল থেকে গ্রাম রক্ষা, খাল খনন ইত্যাদি।  বাস্তবায়নকাল :  ২০১২-২০১৯।  প্রাক্কলিত ব্যয়: ১০৭৬৩২ লক্ষ টাকা, অর্জন ৪৯%।

 

১৩. Haor Flood Management and Livelihood Improvement Project, (JICA Funded. LGED Part) কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার ২৯ টি হাওর  (১৫ টি পুনর্বাসন ও ১৪ টিতে নুতন কর্মসূচী) অঞ্চলের বন্যা ব্যবস্থাপনায় ডুবন্ত বাধ মেরামত, নির্মাণ- পুনঃ নির্মাণ, খাল খনন-পুনঃখনন, রেগুলেটর  গেইট স্থাপন ও পুনঃস্থাপন, গ্রামীন অবকাঠামো উন্নয়ন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধিতে কার্যক্রম গ্রহন। বাস্তবায়নকাল :  ২০১৪-২০২২, প্রাক্কলিত ব্যয়: ৮৮০০০.৬৪ লক্ষ টাকা, অর্জন ১২.০০ %।

১৪. জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জলাভূমির বন পুনরুদ্ধার ও জীব বৈচিত্র্য সংরক্ষণ

 বাস্তবায়নে : পরিবেশ ও বন মন্ত্রণালয়, জলাভূমির বন পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণ এর উদ্দেশ্য। বাস্তবায়নকাল : ২০১২-২০১৫। প্রকল্প ব্যয়: ৫০৩.৬১ লক্ষ টাকাসমাপ্ত (১০০%) ।

১৫. Development of Facilities for Biodiversity Conservation and Eco-tourism in Hakaluki Haor বাস্তবায়নে : পরিবেশ ও বন মন্ত্রণালয় । হাকালুকি হাওরের জীববৈচিত্র্য সুরক্ষা ও পরিবেশ বান্ধব পর্যটন এলাকা গড়ে তোলা। , বাস্তবায়নকাল :  ২০১৩-২০১৬, প্রাক্কলিত ব্যয়: ৪১৬.৩৩৫ লক্ষ টাকাঅর্জন  ৯০%।

 


Share with :

Facebook Facebook