Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ নভেম্বর ২০১৬

On process Project

১। হাওর অঞ্চলের বন্যা ব্যাবস্থাপনা ও জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্প, (ঔওঈঅ অর্থায়নে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অংশ)। কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার ২৯ টি হাওরে বন্যা ব্যবস্থাপনা  ও কৃষিসহ বিভিন্ন ভাবে আয়বৃদ্ধি কার্যক্রমের মাধ্যমে জীবনমান উন্নয়ন এ প্রকল্পের উদ্দেশ্য। বাস্তবায়নকাল : ২০১৪-২০২২ প্রাক্কলিত ব্যয়: ৯৯৩৩৭.৭২ লক্ষ টাকাঅর্জন  ৫.৫০%।

 

২। হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্প

 বাস্তবায়নে : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড । ৫২ টি হাওরে আগাম বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামত করার ফলে ২,৮৯,৯১১ হে. জমির বোরো ফসল আগাম বন্যার কবল হতে রক্ষা পাবে।  প্রকল্পের মেয়াদ আরও ০২ বৎসর সময় বৃদ্ধির জন্য একনেক সভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। বাস্তবায়নকাল : ২০১১-২০১৬ । প্রাক্কলিত ব্যয়: ৭০৪০৭.৩৬ লক্ষ টাকাঅর্জন ১৭.৯০%।

 

৩. সিলেট বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প 

বাস্তবায়নে : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন।  সেচ কাজের জন্য খাল খনন, পাম্প স্থাপন, বিদ্যুৎ সংযোগ ইত্যাদি কাজ করা হচ্ছে। ১৪৩৭৫ হে. জমি সেচের আওতায় আসবে।  প্রাক্কলিত ব্যয়: ১৩৮০৫.৯০ লক্ষ টাকা । বাস্তবায়নকাল : ২০১৪-২০১৯, অর্জন ৩৩%।

 

৪. কিশোরগঞ্জ হাওর ক্ষুদ্র সেচ উন্নয়ন কর্মসূচী

বাস্তবায়নে : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন । সেচ কাজের জন্য খাল খনন, পাম্প স্থাপন, বিদ্যুৎ সংযোগ ইত্যাদি কাজ করা হয়েছে। প্রকল্প ব্যয়: ৪৫৩.৯৫ লক্ষ টাকা ।  বাস্তবায়নকাল :  ২০১২-২০১৫, সমাপ্ত (১০০%) ।

 

৫.  উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়ক উন্নয়ন (বাজিতপুর-অষ্টগ্রাম অংশ) প্রকল্প

বাস্তবায়নে : সড়ক ও জনপথ অধিদপ্তর । এ প্রকল্প বাস্তবায়নের ফলে অষ্টগ্রাম  উপজেলার সাথে কিশোরগঞ্জ জেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবেপ্রাক্কলিত ব্যয়: ১৩৪২১.৮৫ লক্ষ টাকা , বাস্তবায়নকাল :  ২০১১-২০১৬ অর্জন  ৮১.০০%।