Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জানুয়ারি ২০২৩

মোঃ আখতারুজ্জামান

জনাব মো: আখতারুজ্জমান (পরিচিতি নং ৬৩৫১) গত ২৭ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখে বাংলাদেশ হাওর জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। অধিদপ্তরে যোগদানের পূর্বে তিনি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে তিন বছর নয় মাস যুগ্মসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য জনাব মো: আখতারুজ্জামান ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সিভিল সার্ভিসে যোগদান করেন। চাকরি জীবনের বিভিন্ন সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক . আলাউদ্দিন আহমেদ এর একান্ত সচিব, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্তণালয়ের উপসচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আইন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি মাঠ প্রশাসনে নেত্রকোণার খালিয়াজুড়ি, চট্টগ্রামের সীতাকুন্ডের উপজেলা নির্বাহী অফিসার এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় এসি(ল্যান্ড) হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাকুরী জীবন শুরু করেন সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে সাতক্ষীরা, যশোর ও দিনাজপুর জেলায়। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি দশ বছরের অধিক সময় দায়িত্ব পালন করেন।

জনাব মো: আখতারুজ্জামান রংপুর জেলায় একজন কৃতি সন্তান। তিনি রংপুর জেলা স্কুল হতে এসএসসি, রংপুর কারমাইকেল কলেজ হতে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (সম্মান) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন।

          তিনি চাকুরী জীবনে যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, নেপাল, ভূটান, কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিজি, মরিশাস, সৌদিআরব, চীন, তুরস্ক, রাশিয়া ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

মাস্টারদা সূর্যসেন হলের প্রাক্তন ছাত্র জনাব মো: আখতারুজ্জামান খেলাধুলা পছন্দ করেন। তিনি ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য এবং কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য। পারিবারিক জীবনে মো: আখতারুজ্জামান এক পুত্র কাবিদ আল ফাহমিদ এবং এক কন্যা ইশাত তানজিম অংকিতা এর গর্বিত পিতা। সহধর্মিনী শরীফা সুলতানা বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একজন বিজ্ঞ আইনজীবী।

তিনি সকলকে নিয়ে একসাথে কাজ করতে পছন্দ করেন।